প্রতিষ্ঠান: আঊন্কুর সোসাইটি ফর এ্যাকশন ইন ডেভেলপমেন্ট (Aungkur Society for Action in Development)
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: অফিস ভিত্তিক (ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর)
যেকোনো সরকার অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ থেকে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স অথবা ব্যাংকিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
পিকেএসএফ (PKSF) এর সহযোগী কোনো এনজিওতে সংশ্লিষ্ট পদে অন্তত ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সর্বোচ্চ ৩২ বছর।
ERP সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞতা।
আর্থিক বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির দক্ষতা।
মাঠ পর্যায়ে নিরীক্ষা পরিচালনা ও দল ব্যবস্থাপনার সামর্থ্য।
শাখাভিত্তিক মাঠ পর্যায়ে সদস্যদের পাশবই (পাসবই) নিরীক্ষা ও রিপোর্ট প্রস্তুত করা।
মাসে অন্তত দুইটি শাখার সকল পাশবই নিরীক্ষা করে নির্ধারিত ফরমেটে রিপোর্ট জমা দেওয়া।
সঞ্চয় ও ঋণ আদায়ের টাকা যথাযথভাবে হিসাব বিভাগে জমা হয়েছে কি না তা নিরীক্ষা করা।
হিসাব বিভাগে সকল রেজিস্টার, ভাউচার, ক্যাশবুক এবং লেজার নিয়ম অনুযায়ী রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা।
বাজেট অনুযায়ী ব্যয়ের অডিট করা এবং সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
জাতীয় ও আন্তর্জাতিক নিরীক্ষা মান অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা ও হালনাগাদ রাখা।
বহিঃনিরীক্ষকদের নিরীক্ষাকালে প্রয়োজনীয় সহায়তা প্রদান।
প্রতি মাসের ১ তারিখের মধ্যে নিরীক্ষা প্রতিবেদন প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করা।
কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব পালন।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধাসমূহ:
বছরে ২টি উৎসবভাতা
প্রভিডেন্ট ফান্ড
গ্র্যাচুইটি
লাঞ্চ বিল (আংশিক ভর্তুকি)
মোবাইল বিল
বাৎসরিক ইনক্রিমেন্ট
আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা ছবিসহ হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) ইমেইলের মাধ্যমে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে:
📧 hr.aungkur@aungkurbd.org
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের পূর্বে যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা, শিশু সুরক্ষা নীতিমালা, এবং পেশাগত নৈতিকতা অনুসরণে অঙ্গীকারপত্র প্রদান করতে হবে।
Monthly based
Dhaka District,Dhaka Division,Bangladesh
Dhaka District,Dhaka Division,Bangladesh