চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চাকরির স্থায়িত্ব: ১৯ নভেম্বর ২০২৬ ইং পর্যন্ত (IA/বাস্তবায়ন চুক্তির মেয়াদ পর্যন্ত)
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
প্রতিষ্ঠান: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE)
প্রকল্প: ILO - Advancing Decent Work in Bangladesh
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/মেকানিক্যাল/IPE/ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ফায়ার অ্যাসেসমেন্ট ও ডিজাইন রিভিউ-সংক্রান্ত কাজে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ফায়ার ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম ডিজাইন ও ইন্সটলেশন সংক্রান্ত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সরাসরি RMG/ইন্ডাস্ট্রিয়াল সেফটি অ্যাসেসমেন্ট ও ডিজাইন রিভিউ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ACCORD, ALLIANCE, RCC, বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে।
বাংলা ও ইংরেজি ভাষায় কারিগরি প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা থাকতে হবে।
BNBC, NTPA, Fire Act-2003, শ্রম আইন ও বিধিমালা সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।
ফ্যাক্টরি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট ও বাস্তবায়ন নির্দেশনা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
এই পদটি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের "DIFE for supporting Implementation of Roadmap for Labour sector in Bangladesh" প্রকল্পে নিয়োজিত থাকবে এবং ILO-এর সহায়তায় বাস্তবায়িত হবে। নিয়োগ হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
১। আবেদনপত্র ০৭ জুলাই ২০২৫, বিকাল ৫.০০টার মধ্যে নিচের ঠিকানায় ডাকযোগে/সরাসরি পাঠাতে হবে:
মহাপরিদর্শক
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
১৯৬, শ্রম ভবন (১০ম তলা),
শহিদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা-১০০০
২। আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে:
২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
আবেদনপত্র (হাতে লেখা/কম্পিউটার প্রিন্টেড)
ইংরেজিতে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত
শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি
৩। প্রার্থীর বয়স ৩০ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে (অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
৪। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
৫। বেতন/ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
৬। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির সম্মানী ভ্যাট ও আয়কর কর্তনের পর সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
৭। নির্বাচন ও নিয়োগ বিষয়ে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত।
৮। নির্বাচিত প্রার্থীকে ILO ও DIFE কর্তৃক নির্ধারিত দায়িত্ব অনুযায়ী কাজ করতে হবে।
৯। কর্তৃপক্ষ যেকোনো আবেদন বাতিল করার অধিকার রাখেন।
যোগাযোগ:
ওমর মোঃ ইমরুল মহসিন
মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব)
ফোন: ৮৮০২২২৬৬৬৪২০২
ইমেইল: ig@dife.gov.bd
Monthly based
Dhaka District,Dhaka Division,Bangladesh
Dhaka District,Dhaka Division,Bangladesh